সিরাজগঞ্জে ঈদের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু

ঈদের নামাজ পড়ানোর সময় সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন আইউব আলী নামে এক ইমাম। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইমাম আইউব আলী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামের মৃত দেরাজ আলী মুন্সির ছেলে ও নন্দলালপুর আলিম মাদ্রাসার সিনিয়র প্রভাষক ছিলেন।

ঈদুল ফিতরের নামাজ পড়ানোর সময় শাহজাদপুর উপজেলার রুপবাটী ইউনিয়ের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, সকাল সাড়ে ৮টায় শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে ঈদের প্রথম জামাত শুরু হয়। এতে ইমামতি করছিলেন আইউব আলী।

নামাজ শুরু করার পর প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় গিয়ে ইমাম আইউব আলী মৃত্যুবরণ করেন। এসময় ঈদ জামাতে শোকের ছায়া নেমে আসে। পরে জোহরের নামাজ শেষে স্থানীয় ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এব্যাপারে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, মাদ্রাসা শিক্ষক আইউব আলী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে শুনেছি। মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত তিনি সুস্থ ও সাভাবিক ছিলেন। সুস্থ শরীরেই তিনি ঈদের নামাজ পড়ানো শুরু করেছিলেন। কিন্তু তিনি নামাজে সিজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ