ফরিদপুরের ৩৫ পুলিশ প্লাজমা দিতে ঢাকায়

করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া ফরিদপুর জেলা পুলিশের ৩৫ সদস্যকে প্লাজমা দেওয়ার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার সকালে জেলা পুলিশ লাইনস হল রুমে করোনাজয়ী পুলিশ সদস্যদের দেওয়া এক সংবর্ধনায় এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

এসময় পুলিশ সুপার জানান, এখন পর্যন্ত ফরিদপুর জেলা পুলিশের ৩১২ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭৪ সদস্য।

তিনি বলেন, দেশে করোনাযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফরিদপুর জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছে। যে কারণে আমাদের আক্রান্তের হার বেশি।

তিনি আরও জানান, আমরা এই দুর্যোগের সময়ে মানুষের পাশে মানবিক হয়ে কাজ করতে চাই। এই জন্যই করোনাজয়ী ৩৫ পুলিশ সদস্য স্বেচ্ছায় করোনায় আক্রান্ত অন্য রোগীদের প্লাজমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: