কোভিড-১৯ মহামারী চলাকালীন সময়েও জীবন জীবিকার তাগিদে আমাদের অনেককেই বাইরে বেরোতে হয়। আমরা জানি যে গণপরিবহন থেকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পায়। এক্ষেত্রে ঘুরে ফিরে অনেকের মনেই যে প্রশ্নটি জাগছে তা হলো- গাড়িতে ভ্রমণের সময় কি মাস্ক ব্যবহার করতে হবে?
আপনি যদি গাড়িতে একা থাকেন, তাহলে আপনি চাইলে মাস্ক ব্যবহার নাও করতে পারেন। আবার ড্রাইভিং করার সময় মাস্ক পড়বেন কিনা তা মূলত পরিস্থিতির উপর নির্ভর করবে।
তবে, ড্রাইভিং করার সময় মাস্ক ব্যবহার করলে সেটি আপনার দৃষ্টিক্ষেত্রকে বাঁধাগ্রস্ত করতে পারে, যার ফলে ড্রাইভিংয়ের ক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে। সুতরাং, অবশ্যই সঠিকভাবে মাস্ক পরিধান করুন। কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক পরিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পালমোনোলজিস্ট ডা. এমএস কানওয়ার এ বিষয়ে বলেন, “যদি আপনার পরিবারের বাইরের কেউ গাড়ীতে আপনার সাথে বসে থাকে তবে অবশ্যই আপনাকে মাস্ক পড়তে হবে। এছাড়াও, আপনি যার সাথে ভ্রমণ করছেন সে অসুস্থ হলেও আপনার মাস্ক পরা উচিত।”
গাড়ির ভিতরে মাস্ক ব্যবহার কতটুকু গুরুত্বপূর্ণ?
এ বিষয়ে ক্রিটিক্যাল কেয়ার রেসপিরেটরি অ্যান্ড স্লিপ মেডিসিন ইনস্টিটিউটের সিনিয়র পরামর্শদাতা ডা. কানওয়ার বলেন,“মাস্ক এমন ভাবে পড়তে হবে যাতে শুধু আপনার নাক এবং মুখ ঢেকে থাকে, তবে দৃষ্টিশক্তি যেন উন্মুক্ত থাকে। যাতে বাইরের সবকিছু সহজ ভাবে দেখতে পারেন।”
গাড়ির ভেতরে মাস্ক ব্যবহারের কিছু টিপস:
কোভিড-১৯ প্রতিরোধে ফেস মাস্ক পরা গুরুত্বপূর্ণ। এটি আপনার সংক্রমিত হওয়ার ঝুঁকি হ্রাস করে এবং মহামারীর বিস্তারকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বাইরে অবস্থানকালীন সময়ে মাস্ক ব্যবহার কালে সেটি অবশ্যই স্পর্শ করবেন না।
একটি মাস্ক বাইরে ব্যবহারের পর সেটি দূষিত হিসেবে বিবেচনা করতে হবে। যদি ভুল করে আপনি মাস্কের বাইরের পৃষ্ঠটিকে স্পর্শ করেন তবে অবশ্যই ২০ সেকেন্ডের জন্য সাবান এবং পানি দিয়ে আপনার হাত ধুয়ে নিতে হবে। সেটা সম্ভব না হলে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। তথ্যসূত্র: এনডিটিভি।
টাইমস/রিয়াদ/এনজে