মেজর সিনহার “কক্সবাজার ডকুমেন্টারি” সব মহলে প্রশংসিত

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদের তৈরি করা একটি ভ্রমণবিষয়ক ডকুমেন্টরি ভিডিও ভাইরাল হয়েছে। মেজর সিনহার হাতে গড়া ‘জাস্ট গো’ নামের ইউটিউব চ্যানেল ঘুরে ভিডিওটি পাওয়া গেছে।

যে ভিডিওতে মেজর সিনহা নিজ কন্ঠে কবিতার ছন্দে ছন্দে তুলে ধরেছেন একজন ভ্রমণপিপাসু নারীর আকাঙ্খা ও স্বপ্নের গল্প। এভাবেই এগিয়ে যেতে চেয়েছিলেন মেজর সিনহা ও তার দল। কিন্তু তা আজ অধরা।

ভিডিওতে মেজর সিনহার ছন্দ কবিতা-

এক সুন্দর সুপ্রভাতে, ঘুমাতুর চোখ খুলল সে বিস্তীর্ণ আকাশের নিচে
প্রফুল্লচিত্তে সকালের সুরে মেতে রইল

শুভ্র তারার ফুলের শোভায়
তার এগিয়ে চলার এই ভ্রমণ শুরু হলো।

হয়তো সে আবার কোথায় থেমে যাবে
মুগ্ধ হবে সে প্রশান্ত মানুষের মাঝে
ঝুলন্ত বিছানায় যখন সে মেলে ধরল বইখানি
অনুভব হলো, সময় এখন কফির মগে চুমুক দেয়ার।

জলাধারের পাশে সে বসে রইলো হেলিয়ে দুলিয়ে পা
সম্মুখে তার লাল-নীল হাজারো পদ্ম
পদ্ম ফুলেদের হাসির জোয়ার বইল
সে যখন জলে নেমে আনলো পদ্ম তুলে
মনে হলো যেন বেহেশতেরই ফুলকুমারী সে!

টাইমস/এসএন

Share this news on: