মেজর সিনহা হত্যা মামলায় চার পুলিশসহ তিন সাক্ষী রিমান্ডে

টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা হত্যা মামলায় চার পুলিশ ও পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ তিন আসামিকে সাত দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। ওই সময় অভিযুক্ত বাকি চার পুলিশ সদস্যকে দু’দিন ধরে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারী সংস্থা র‌্যাবের পক্ষ থেকে গত সোমবার নতুন করে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। একইভাবে গত মঙ্গলবার পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে তাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে র‌্যাব।

এই দুটি আবেদনের শুনানি ছিল বুধবার। আদালত আবেদন দুটির শুনানি শেষে উভয় আবেদনের প্রেক্ষিতে সকল আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

টাইমস/এসএন

Share this news on: