দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের মাথায় অস্ত্রেপাচারস্থলের সেলাই কাটা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত।
শনিবার বেলা ১১টায় ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার ও চিকিৎসা সম্পর্কে সর্বশেষ এ তথ্য জানান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন ও গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক মো. জাহেদ হোসেন। এর আগে ওয়াহিদার অস্ত্রোপচারস্থল মুখ ও কপালের সেলাই কাটা হয়।
অধ্যাপক জাহেদ হোসেন বলেন, ওয়াহিদাকে হাসপাতালের বেডে দিতে চাইলেও দর্শনার্থীদের ভিড়ের কারণে দিচ্ছেন না। রোগীর ভিড়ে তার শরীরে ইনফেকশন দেখা দিতে পারে। তাই হাসপাতালের হাইডিপেডিন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।
তিনি বলেন, তার ডান দিকটা অবশ। তবে তিনি এখন ডান হাতের আঙুল নাড়াচাড়া করতে পারছেন। ফিজিওথেরাপি দিলে অবশ থেকে তার অবস্থা স্বাভাবিক হতে পারে। তাকে এখন নরম খাবার খেতে দেওয়া হচ্ছে।
গত ২ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টা-সাড়ে ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরদিন সকালে আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ইউএনও ওয়াহিদাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। তিনি এখন ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন
শনিবার কাটা হবে ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচারের সেলাই
ইউএনও’র ওপর হামলা, ঘোড়াঘাটের ওসি আমিরুল প্রত্যাহার
টাইমস/এইচইউ