খালেদার মুক্তির মেয়াদ বাড়লো আরও ৬ মাস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। খালেদা জিয়ার পরিবারের আবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার আরও ৬ মাস মুক্তির ক্ষেত্রে আগে যেসব শর্ত ছিল সেগুলো অপরিবর্তিত থাকবে। খালেদা জিয়ার পরিবার তাঁর মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আবেদনে অনুমোদন দিয়েছেন। করোনাভাইরাসের কারণে গত ছয় মাস খালেদা জিয়ার পরিবার তার কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। এই বিবেচনায় তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে।

এর আগে ৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সুপারিশ করে আইন মন্ত্রণালয়। তবে সেক্ষেত্রে সরকার কিছু শর্ত আরোপ করে। শর্তগুলো হচ্ছে-খালেদা জিয়া মুক্তির সময়কালে বিদেশে যেতে পারবেন না। বাসায় থেকে চিকিৎসা নেবেন।

বর্তমানে ৭৫ বছর বয়সী খালেদা জিয়া গুলশানে তাঁর ভাড়া বাসা ‘ফিরোজায়’ অবস্থান করছেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ