বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় পেঁয়াজ বোঝাই ৪০০ ট্রাক

আকষ্মিকভাবে ভারত রপ্তানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। তবে আজ বুধবার বাংলাদেশে ঢুকার জন্য পেঁয়াজ বোঝাই ৪০০ ট্রাক ভারত-বাংলাদেশ সীমান্তে অপেক্ষায় রয়েছে।

জানা গেছে, অনেক আগে থেকেই পেঁয়াজের এই বিশাল চালানের এলসিসহ আমদানির সব কাজ সম্পন্ন করা হয়েছিল। যে কারণে ভারতের পেঁয়াজ রপ্তানির সাম্প্রতিক নিষেধাজ্ঞা থেকে রেহায় পেয়েছে এই চালান।

বুধবার সকাল থেকেই হিলি স্থলবন্দরে ২০০টি, ভোমরা স্থলবন্দরে ১৫০টি ও বেনাপোলে ৭০টি পেঁয়াজ বোঝাই ট্রাক অপেক্ষায় রয়েছে। ভারত সরকারের অনুমিত পাওয়া মাত্রই এসব ট্রাক বাংলাদেশে ঢুকে যাবে।

এদিকে ভারত থেকে আসা পেঁয়াজের ৪০০ ট্রাকের চালান ঘিরে দেশের বাজারে স্বস্তি ফিরবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। তবে ভারত ছাড়া বিকল্প হিসেবে অন্য কোনো দেশ থেকে দ্রুত পেঁয়াজ ক্রয়ের ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতেও বলছেন আমদানি-রপ্তানিকারকরা।

 

টাইমস/এসএন

Share this news on: