রাজশাহীতে পদ্মায় সাঁতার কাটতে গিয়ে শিশুর মৃত্যু

রাজশাহীর পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে বিবেক ঘোষ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের শ্রীরামপুর টি বাঁধ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু বিবেক ঘোষ নগরীর কাজিহাট এলাকার সন্তোষ ঘোষের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে বিবেক ঘোষ পদ্মা নদীতে সাতার কাটতে নামে। এসময় নদীর প্রবল স্রোতে ভারসাম্য হারিয়ে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেয়। খবর পেয়ে একটি ডুবুরি দল এসে বিবেককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করালে ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সদর দপ্তরের প্রধান নুরুন্নবী জানান, প্রবল স্রোতে ভারসাম্য হারিয়ে শিশুটি ডুবে যায়। খবর পেয়ে ডুবুরি দল ১০ মিনিটের চেষ্টায় তাকে উদ্ধার করে।

 

টাইমস/আরএ/এইচইউ

Share this news on: