ফ্লোরিয়ান হুরেল একজন ফ্রেন্স আর্টিস্ট। যিনি ঐশ্বরিয়া রায় বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, দিপীকা পাডুকোন এবং সমসাময়িক সারাহ আলী খানের সাথে কাজ করেছেন। তার মতে, বড় সেলেব্রিটিদের সাথে কাজ করা অনেকটা ভীতিকর।
ফ্লোরিয়ান বলেন, “এ লিস্টের অভিনেতাদের সাথে কাজ করা মানে শীর্ষে থাকা এবং সবসময় নিজের সর্বোচ্চটা দেয়া। এখানে সবসময় সঠিক মনোভাব রাখা অনেক জরুরী। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ করতে হয় এবং একবারেই যথাযথ লুক নিশ্চিত করতে হয়। যে ইন্ডাস্ট্রিতে সময়ই টাকা, সেখানে ভুলের কোনো অবকাশ নেই।”
ধরাবাঁধা শিডিউলের মধ্যে কিভাবে নিখুঁত কাজ করেন সে বর্ণনা দিতে গিয়ে ফ্লোরিয়ান বলেন, “আমরা প্রথমে লুকটা নিয়ে গ্রুপে আলোচনা করি। এরপর সেলেব্রিটিদের সাথে কথা বলি। ঠিক লুকটা আনার জন্য আমরা সবাই একসাথে কাজ করি। আমি একটা সঠিক ধারণা নিই এবং আমি আমার সৃষ্টিশীলতা ও চিন্তাশক্তির সমন্বয়ে একটা অনবদ্য ও আকর্ষণীয় লুক আনতে সক্ষম হই।”
ফ্লোরিয়ানের মতে, তার সবচেয়ে পছন্দের লুকটা হলো দিপীকা পাডুকোনের। তিনি বলেন, “একটা বিশেষ অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি তার চুলে টুইস্ট করি ও স্মোকি আইলুক দেই। আমি নিখুঁত চোখের মেকআপের চিন্তা করি এবং বিভিন্ন ধরণের আইব্রো ক্রিম ব্যবহার করি। যদিও ওটা নিয়ে কাজ করা কঠিন, কিন্তু লুকটা অনেক উজ্জল ও সুন্দরভাবে ফুটে উঠে। এটা আমার জন্য একটা তৃপ্তিদায়ক অভিজ্ঞতা। যদিও আমি সবসময় নিজেকে চ্যালেঞ্জ করতে চেষ্টা করি, কিন্তু দিপীকার এই লুকটা আমার সবচেয়ে পছন্দের।”
বলিউডের সেলেব্রিটিদের উজ্জ্বল ত্বকের রহস্য যেটা ফ্লোরিয়ানের মতে নিপুণ মেকআপের মূল রেসিপি সেটা সম্পর্কে তিনি বলেন, “একটা ফেসমাস্ক দিয়ে ঘুমানো, সবসময় মশ্চেরাইজার ব্যবহার ও বেশি পানি পান করা। সব অভিনেত্রী এসব নিয়ম মেনে চলেন। এসবই একসাথে জাদুর মত কাজ করে।”
দৈনন্দিন সাজের টিপস হিসেবে ফ্লোরিয়ান বলেন,“ফাউন্ডেশন, ক্রিম, ব্লাশ, কন্টোরিং স্টিক ত্বকের জন্য ভালো। সাথে একটা নুড কালার লিপস্টিক এবং তুমি বাইরে যাওয়ার জন্য তৈরী।”
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।
টাইমস/আনিকা/এনজে