ধর্ষিত ছাত্রীর বয়ান : নুর ভণ্ড, লজ্জা হচ্ছে তাকে ভোট দিয়েছিলাম!

ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ভন্ডামি করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাকে ভোট দিয়ে তিনি লজ্জিত বলেও উল্লেখ করেন ঢাবির ওই ছাত্রী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন ধর্ষিত ছাত্রী।

লিখিত বক্তব্যে ওই ছাত্রী বলেন, হাসান আল মামুনের বিষয়টি সমাধানের জন্য নুরুল হক নূর যে নীলক্ষেতে আমার সাথে দেখা করতে আসেনি সেটা সে প্রমাণ করুক। তার তো অনেক ক্ষমতা। আমি তো ভুক্তভোগী অসহায়। সে ভন্ডামি করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে তা তাকে বিচার না দিলে আমি বুঝতে পারতাম না। যে লোকের কাছে অনেক আগেই বিচার দিলাম সেই এখন এটাকে সরকারের রাজনৈতিক প্রতিহিংসার মামলা বলে আন্দোলন করছে। আমার লজ্জা হচ্ছে যে এরকম মানুষকে আমি ভিপি বানানোর জন্য ভোট দিয়েছিলাম।

ওই ছাত্রী আরও বলেন, আমি আমার সব হারিয়েছি। সব হারিয়েও আমি বিচার দাবি করছি। বিচারে যদি কেউ গাফিলতি করেন অথবা এই মামলাটিকে রাজনৈতিক আখ্যা দিয়ে ভিন্নখাতে প্রবাহিত করতে চান তাহলে আমি আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আমি কি মানুষ না? আমার কি পরিবার, পরিজন, আত্মীয় স্বজন নেই? নাকি যারা জনপ্রিয় কেবল তাদেরই আত্মসম্মান হারানোর ভয় আছে? সাধারণ মানুষের নেই?

দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অন্ধভাবে এই বিষয়টিকে বিচার করবেন না। সবকিছু বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন যে কারা অপরাধী। একজন অসহায় মেয়ে ন্যায় বিচার পাওয়ার জন্য বারবার সবার কাছে গিয়েও বিচার পায়নি। শেষে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আর সেই মেয়েকেই লাঞ্ছিত করা হচ্ছে। বিভিন্ন অপবাদ দিয়ে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি শত লাঞ্ছনার বিনিময়ে হলেও এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

 

টাইমস/জেকে

Share this news on: