স্কুল থেকে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট ভাই-বোন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ট্রাকের চাকায় ‍পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই ভাই-বোন নিহত হয়েছে।

এ ঘটনায় শিশু দুটির বাবা গুরুতর আহত হয়েছেন। আহত ডালিম হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করা হয়েছে। 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভাই-বোন হলো কেরানীগঞ্জের কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা আফরিন ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসার হোসেন।

জানা গেছে, স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ফাতিমা আফরিন ও তার ভাই আফসার। খেলা শেষে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিল।

বেলা সাড়ে ১১টার দিকে পথে রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকায় একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভাই-বোন নিহত হয়। এসময় তাদের বাবাও গুরুতর আহত হয়।

এদিকে এ ঘটনার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা-মাওয়া মহাসড়ক ৪০ মিনিট অবরোধ করে রাখে। এতে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এসময় তারা নিরাপদ সড়ক দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহজামান জানান, দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ ট্রাককে আটকের আশ্বাস দিলে ৪০ মিনিট পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

 

টাইমস/এক্স

Share this news on:

সর্বশেষ