ভেনেজুয়েলার তেল কোম্পানিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে পদত্যাগে চাপসৃষ্টি করতে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি পিডিভিএসএর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দাবি করা হুয়ান গুয়াইদোকে সমর্থন দিয়ে যাচ্ছে তারা।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, তেল রপ্তানিকারক ওপেকের সদস্য রাষ্ট্র ভেনেজুয়েলা। পিডিভিএসএর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের আগে প্রেসিডেন্ট দাবি করা হুয়ান গুয়াইদো কংগ্রেস পিডিভিএসএ এবং এর মার্কিনভিত্তিক সহায়ক কোম্পানি সিটগোর পরিচালকদের নতুন বোর্ড তৈরির ঘোষণা করবে। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ তাকে সমর্থন দিয়েছে। তাদের মতে, তিনি কারচুপির মাধ্যমে জয়ী হয়েছেন। যার জন্য তার পদত্যাগ করা উচিত।

সোমবার মাদুরো জাতীয় গণমাধ্যমে এক ভাষণে বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পেট্রোলিয়াম হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওপেক সদস্যদের মূল্যবান ও গুরুত্বপূর্ণ বিদেশি সম্পদ সিটগো পেট্রোলিয়াম। এর বিরুদ্ধে ভেনেজুয়েলা আইনি ব্যবস্থা নেবে বলে তিনি হুঁশিয়ার করেন।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: