করোনা: ভাষা সৈনিক প্রখ্যাত সার্জন মির্জা মাজহারুল আর নেই

ভাষা সৈনিক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

রোববার সকাল সোয়া নয়টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনা সংক্রমণ ছাড়াও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন উপমহাদেশের খ্যাতনামা এ সার্জন।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর প্রবীণ এই চিকিৎসক ও ভাষা সংগ্রামী বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বারডেম হাসপাতালের সার্জারী বিভাগের অনারারি চিফ কনসালটেন্ট ছিলেন।

ডা. মির্জা মাজহারুল ইসলাম ১৯৫২ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। পরে ১৯৮৫ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব নেন। ৫২’র ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৮ সালে তিনি একুশে পদক লাভ করেন।

রোববার বাদ যোহর বারডেম জেনারেল হাসপাতালে তার জানাজা হবে। এরপর তাকে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

টাইমস/এসএন

Share this news on: