বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে মুম্বাই : ভোগান্তিতে মানুষ

বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ঢেকে গেছে ভারতের বাণিজ্য নগরী মুম্বাই। সোমবার সকাল থেকেই মুম্বাইয়ের সব ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস আদালত বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে। বন্ধ হয়ে আছে বৈদ্যুতিক ট্রেন চলাচল। মুম্বাইয়ে বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত টাটা ইলেকট্রিকে যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, দেশটির বাণিজ্য নগরী মুম্বাই, ঠাণ, নাবী মুম্বাই ছাড়াও বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে দেশটির প্রধান বাণিজ্য নগরীর সার্বিক কর্মকাণ্ড থমকে যায়। বন্ধ হয়ে আছে সব ধরণের কার্যক্রম।

এ প্রসঙ্গে বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টের (বেস্ট) বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, টাটার ইনকামিং ইলেকট্রিক সাপ্পাই ব্যাহত হওয়ার ফলে মুম্বাইয়ে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। পরিস্থিতি কাটিয়ে উঠতে জোর তৎপরতা শুরু হয়েছে।

এ ব্যাপারে মহারাষ্ট্রের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী নিতিন রাউত বলেছেন, যান্ত্রিক গোলযোগের কারণে ঠাণে ও মুম্বাইয়ের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। অভিজ্ঞ কর্মীরা ত্রুটি মেরামতের কাজ করছে। আশা করছি দ্রুতই সমস্যা উত্তোরণ সম্ভব হবে।

এদিকে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে মুম্বাই শহরের রেল সেবা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। যাত্রীদের ভোগান্তি ও রেললাইনে মানুষের দীর্ঘ লাইনের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ প্রসঙ্গে এক টুইট বার্তায় দেশটির সেন্ট্রাল রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ বিপর্যয়ের জন্য মুম্বাই শহরের ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেই ট্রেন চলাচল আবার শুরু হবে।

 

টাইমস/এসএন

Share this news on: