ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে তিশাসহ ‘বিজয়া’ টিমকে আইনি নোটিশ

দুর্গাপূজা উপলক্ষে নির্মিত ‘বিজয়া’ নামের নাটকের মাধ্যমে সনাতনী সম্প্রদায়কে কটাক্ষ এবং ধর্মান্তরকরণ ও সাম্প্রদায়িকতা উসকে দেয়ার অভিযোগ উঠেছে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও তার একটি নাটকের সহ-অভিনেতা, পরিচালক এবং প্রযোজকের বিরুদ্ধে।

অভিযোগ এনে তাদেরকে আইনি নোটিশ পাঠিয়েছেন লিটন কৃষ্ণদাস নামে একজন। সোমবার লিটন কৃষ্ণদাসের পক্ষে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী সুমন কুমার রায়।

যাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন- ‘বিজয়া’ নাটকের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, অভিনেতা ইরফান সাজ্জাদ, রচনাকারী সালেহ উদ্দীন সোয়েব চৌধুরী (গণমাধ্যমে প্রচার হওয়া নাম শোয়েব চৌধুরী) ও পরিচালক আবু হায়াত মাহমুদ ভূঁইয়াকে (গণমাধ্যমে প্রচার হওয়া নাম আবু হায়াত মাহমুদ)।

লিগ্যাল নােটিশ প্রাপ্তির সাত দিনের (১২ অক্টোবর থেকে শুরু) মধ্যে সনাতন সম্প্রদায়ের ভাবাবেগ ও সনাতন ধর্ম অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিতর্কিত ‘বিজয়া’ নাটকটি প্রত্যাহার করতে নােটিশে উল্লিখিত অভিযুক্তদের প্রতি বিনীত অনুরােধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে দেশে প্রচলিত যেকোনো দেওয়ানি ও ফৌজদারি আদালতের আশ্রয় নেয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী।

নোটিশে আইনজীবী সুমন কুমার রায় উল্লেখ করেছেন, ‘আমার মক্কেল বিভিন্ন সােশ্যাল মিডিয়া ও পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন আপনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বিজয়া’ নামে একটি নাটক নির্মাণ করেছেন। ওই নাটকের ট্রায়াল ভার্সন বিভিন্ন পত্রপত্রিকা ও সােশ্যাল মিডিয়ায় প্রচারিত হওয়ার সাথে সাথে লাখ লাখ সনাতনী সম্প্রদায় অত্যন্ত আগ্রহ সহকারে নাটকটি দেখার জন্য ব্যাকুল হয়েছিল।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, নাটকটি পর্যবেক্ষণ করে দেখা যায় যে, এ নাটকটিতে সুক্ষ্ন ও তীক্ষ্ন সনাতন ধর্মাবলম্বী নারীদের চরিত্র হনন করা হয়েছে এবং সনাতন পুরুষদের মদ্যপ, নিষ্ঠুর আচরণকারী, অক্ষম ও উদাসীন হিসেবে তুলে ধরা হয়েছে। যার মাধ্যমে অত্যন্ত সুক্ষ্ন ও পরিকল্পিতভাবে পরকীয়া ও ধর্মান্তরকে উৎসাহিত করা হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে নির্মিত ‘বিজয়া’ নাটকটির ট্রায়াল ভার্সন ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, যা সারাবিশ্বের বিনােদনপ্রেমীদের কাছ থেকে সমালোচিত হয়েছে। ‘বিজয়া’ নাটকটির ট্রায়াল ভার্সন পর্যবেক্ষণ করে বিশ্বের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বী চরমভাবে হতাশ, মারাত্মক মর্মাহত হয়েছেন। সামাজিক যােগাযােগ মাধ্যমে তারই ব্যাপক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে।

এ বিতর্কিত নাটকটি সনাতনী সম্প্রদায়ের অনুভূতিতে সুপরিকল্পিতভাবে আঘাত করেছে। নাটকটিতে সম্প্রদায়িক মনােভাব স্পষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে এ নাটকটি ট্রায়াল ভার্সন প্রত্যাহার ও নাটকটি সর্বমহলে বয়কটের দাবি উঠেছে।

স্বজ্ঞানে সাম্প্রদায়িকতা উসকে দেয়ার মানসে ও সনাতন ধর্ম অনুভূতিতে আঘাত আনার অভিপ্রায়ে পরস্পর যােগসাজশে পরিকল্পিতভাবে এ বিতর্কিত নাটকটি নির্মাণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয় নোটিশে।

আইনজীবী সুমন বলেন, নাটকটির ট্রায়াল ভার্সন সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন পত্র-পত্রিকায় প্রচারিত হওয়ার সাথে সাথে আমার মক্কেল ও লাখ লাখ সনাতন ধর্মাবলম্বীর মতাে মর্মাহত ও হতভম্ব, হতবাক ও আহত হয়েছেন। এই নির্মিত নাটকটি সাম্প্রদায়িকতা সৃষ্টিসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সম্পূর্ণ পরিপন্থী। নাটকটি বর্তমান আকারে ও প্রকারে যদি প্রচারিত হয় তবে অভিযুক্তদের বিরুদ্ধে আমার মক্কেল লাখ লাখ সনাতন সম্প্রদায়ের পক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবেন।

এ বিষয়ে ‘বিজয়া’ নাটকের পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, তার খালু মারা গেছেন। সেজন্য তিনি আজ ঢাকার বাইরে যাচ্ছেন। কোনো রকম আইনি নোটিশ তিনি পাননি।

এদিকে গণমাধ্যম সূত্রে জানা গেছে, ক্রাউন এন্টারটেইনমেন্টের প্রযোজনায় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ টেলিভিশন নাটক ‘বিজয়া’ নির্মাণ করায় নির্মাতা আবু হায়াত মাহমুদ, গল্পকার শোয়েব চৌধুরী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে মন্দিরে নিয়ে বলি দেয়ার হুমকি দিয়েছে অরূপ বণিকসহ বেশ কজন ফেসবুক ব্যবহারকারী। এছাড়া সনাতন ধর্ম ও ইসলামবিরোধী একটি চক্র অশালীন মন্তব্য করে হত্যার হুমকি দিচ্ছে তাদের।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
অবৈধভাবে ‘ধুরন্ধর’ দেখার হিড়িক পাকিস্তানে Jan 01, 2026
img
রাবি শিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি মেহেদী Jan 01, 2026
img
জনতা ব্যাংকের অর্থ আত্মসাৎ: সালমানসহ ৯৪ জনের বিরুদ্ধে চার মামলা Jan 01, 2026
মুস্তাফিজ ইস্যুতে দেশদ্রোহীতার অভিযোগে শাহরুখ খান সমালোচনার মুখে Jan 01, 2026
সৌদি প্রো লিগে আল হিলাল ও আল ইত্তিহাদের দুর্দান্ত জয় Jan 01, 2026
img
নতুন বছরের প্রথম মুহূর্তে তারকাদের উচ্ছ্বাস! Jan 01, 2026
img
চেলসিতে মারেসকার ভবিষ্যৎ অনিশ্চিত, জরুরি বৈঠকের প্রস্তুতি Jan 01, 2026
দ্বিতীয় বিয়েও টিকল না কণ্ঠশিল্পী সালমার Jan 01, 2026
img
নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল Jan 01, 2026
img
বিমান বাংলাদেশের আর্থিক সাফল্য, নিট মুনাফা ৭৮৫ কোটি Jan 01, 2026
img
মানুষের প্রত্যাশা এখন আরও উচ্চতায়, পূরণ করতে পারবো কি না শঙ্কিত: সালাহউদ্দিন Jan 01, 2026
img
ভোলা-২ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল Jan 01, 2026
img
চীন-তাইওয়ান ‘পুনর্মিলন অনিবার্য’: শি জিনপিং Jan 01, 2026
img
ধর্মেন্দ্রর ‘ইক্কিশ’ মুক্তি ঘিরে অমিতাভের বিশেষ আয়োজন Jan 01, 2026
img
২০২৬-এ একটাই আশা, কপালের টিপটা যাতে ঠিকঠাক পরতে পারি: সুমি Jan 01, 2026
img
দ্বিতীয় বিচ্ছেদের পর প্রথম সন্তানকে নিয়ে সালমার আবেগঘন পোস্ট Jan 01, 2026
img
মা-বাবার সঙ্গে সন্তানদের তর্ক করা সব সময় খারাপ নয়: কাজল Jan 01, 2026
img
নতুন বছরে ভক্তদের সুখবর দিলেন অধরা খান Jan 01, 2026
img

পটুয়াখালী-৩ আসন

নুরসহ পাঁচজনের মনোনয়নপত্র বৈধ Jan 01, 2026
img
ডা. তাহেরের চেয়ে তার স্ত্রীর সম্পদ ৫ গুণ বেশি! Jan 01, 2026