টেস্ট ও টি-২০ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান

আগামী বছরের ডিসেম্বরে দুটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ফিউচার ট্যুর প্ল্যানে বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তের ওপর বিষয়টির চূড়ান্ত পরিণতি নির্ভর করছে।

এর আগে সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। সেই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক বাংলাদেশের কাছে ধবলধোলায় (হোয়াইটওয়াশ) হয় আজহার আলীর নেতৃত্বাধীন পাক টিম।

এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ খেলে এসেছে টাইগার বাহিনী। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সেই টেস্টে ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

এরপর দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ইনিংস ও ১০৬ রানে জয় পায় বাংলাদেশ। চলতি বছরই টাইগারদের সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু করোনার কারণে সব ভন্ডুল হয়ে গেছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ