এবার দুই ছেলেসহ বৃদ্ধকে বিবস্ত্র করে রাস্তায় ফেলে নির্যাতন

সুদের টাকা সময়মতো না দেয়ায় আবদুল মজিদ নামে এক বৃদ্ধ ও তার দুই পুত্রকে বিবস্ত্র করে রাস্তায় বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ঘোড়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সুদী মহাজন মোকছেদ আলীর বিরুদ্ধে ধামরাই থানায় অভিযোগ করেছেন বৃদ্ধ আবদুল মজিদ।

স্থানীয়রা জানায়, গত শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নান্নার ইউনিয়নের ঘোড়াকান্দা গ্রামের সুদী মহাজনের পেটোয়া বাহিনী বৃদ্ধ ও তার দুই ছেলেকে রাস্তার ওপর বেঁধে বিবস্ত্র করে নির্যাতন করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘোড়াকান্দা গ্রামের সুদী মহাজন মোকছেদ আলীর কাছ থেকে একই গ্রামের আবদুল মজিদ মিয়া বছর দুয়েক আগে দেড় লাখ টাকা সুদে ধার নেন। সুদের টাকা নেয়ার পর কয়েক মাস সুদের টাকা পরিশোধ করলেও পরবর্তীতে অভাবের তাড়নায় আবদুল মজিদ মোকছেদ আলীকে সুদের টাকা দিতে ব্যর্থ হন। পরে টাকা পরিশোধের জন্য মোকছেদ আলী বারবার আবদুল মজিদকে চাপ দিতে থাকে। এরই জেরে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে আবদুল মজিদের সঙ্গে তর্কে জড়ায় মোকছেদ আলী।

এক পর্যায়ে মোকছেদ আলী ও তার ছেলে আয়েদ আলীসহ তাদের সহযোগিরা আবদুল মজিদ ও তার দুই পুত্রকে রাস্তায় বেঁধে বিবস্ত্র করে মারধর করে।

ধামরাই থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান জানান, এ ধরণের একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024
img
পাঁচ দিনের সফরে ঢাকায় আইওএম'র মহাপরিচালক May 06, 2024
img
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে নামল শিলাবৃষ্টি May 05, 2024
img
রিয়াদ-হৃদয়ের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটের জয় বাংলাদেশের May 05, 2024
img
তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি: পরীমণি May 05, 2024
img
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি May 05, 2024
img
বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে May 05, 2024
img
শুক্রবার ক্লাস নেওয়া নিয়ে ফেসবুক পোস্ট ভুলবশত: শিক্ষা মন্ত্রণালয় May 05, 2024