বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গ : ফ্রান্সের কূটনীতিককে তলব করল ইরান

বিশ্বনবী হযরত মোহাম্মদকে (স.) নিয়ে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশের প্রতিবাদে এবার ফ্রান্সের কূটনীতিককে তলব করেছে ইরান। মঙ্গলবার তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ফ্রান্সের চার্জ ডি'অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (ইরনা) প্রতিবেদনে বলা হয়েছে, মহানবী হযরত মোহাম্মদকে (স.) নিয়ে ফ্রান্স সরকারের পরোক্ষ মদদে যে ধরণের অবমাননা শুরু হয়েছে, তা মেনে নেয়া যায় না। ইরান সরকার ফরাসিদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যে কোনো ব্যক্তি তাদের অবস্থান থেকে মুসলিম জাহানের প্রাণপ্রিয় বিশ্বনবীকে অসম্মান করতে পারেন না। মহানবী (স.) কে নিয়ে যেকোনো ধরণের অবমাননা ও ব্যঙ্গাত্মক কর্মকাণ্ড মেনে নেবে না ইরান।

সম্প্রতি ইসলাম ও বিশ্বনবীকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর বিতর্কিত ও বিদ্বেষপূর্ণ বক্তব্যের জেরে এরই মধ্যে মুসলিম বিশ্বে ফরাসি পণ্য বর্জনের আন্দোলন শুরু হয়েছে। অনেক দেশেই ম্যাঁক্রো ও ফ্রান্স বিরোধী আন্দোলন শুরু হয়েছে।

তুরস্ক, কাতার, কুয়েত, ওমান, পর্তুগাল, আয়ারল্যান্ড, পাকিস্তান, আজারবাইজান, আফগানিস্তানসহ বিভিন্ন দেশে ফ্রান্স বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে। এসব দেশে প্রতিদিনই ফ্রান্স ও ম্যাঁক্রো বিরোধী বিক্ষোভ হচ্ছে।

এদিকে ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে প্রচারিত ব্যঙ্গচিত্রের প্রদর্শনী বন্ধ করা হবে না বলে আবারও ঘোষনা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

প্রসঙ্গত, বিশ্বনবীকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাট্রিক খুন হন। ওই ঘটনায় অভিযুক্ত ঘাতককেও গুলি করে হত্যা করে ফরাসি পুলিশ। এরপরই ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রচার শুরু করে ফ্রান্সের কয়েকটি সংস্থা।

 

টাইমস/এসএন

Share this news on: