সকালে খালি পেটে কফি পান করা ক্ষতিকর

রাতের অপূর্ণ ঘুমের পর এক কাপ কড়া কফি পান করলে সেটি আপনার রক্তের শর্করা নিয়ন্ত্রণের সক্ষমতাকে নষ্ট করে ফেলতে পারে। ইউনিভার্সিটি অব বেথ (ইউকে) এর সেন্টার ফর নিউট্রেশন, এক্সারসাইজ এন্ড মেটাবোলিজমের একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

ব্রিটিশ জার্নাল অব নিউট্রেশন প্রকাশিত গবেষণাপত্রে উল্লেখ করা হয়, শরীরের বিপাকীয় মাত্রার ওপর কম ঘুম হওয়ার নির্দিষ্ট পরিমাণের প্রভাব পড়ে। কফি পান করলে তন্দ্রা ভাব কেটে গিয়ে প্রফুল্লতা আসে ঠিকই, কিন্তু এটি আপনার রক্তের শর্করা নিয়ন্ত্রণের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে।

বিশ্বজুড়ে কফির জনপ্রিয়তা বিবেচনা করে ডায়াবেটিস এবং হৃদরোগের মতো পরিস্থিতির ঝুঁকি হ্রাস করার জন্য আমাদের রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। তাই নতুন এই গবেষণার ফলাফলের সুদূরপ্রসারী প্রভাব থাকতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ গবেষণার জন্য ইউনিভার্সিটি অব বেথের মনোবিজ্ঞানীরা ২৯ জন সুস্থ নর-নারীকে পর্যায়ক্রমে তিনটি ধাপে পরীক্ষা করেছেন।

★ প্রথমবার, অংশগ্রহণকারীদের স্বাভাবিক নিয়মে রাতে ঘুমাতে বলা হয়েছিল এবং সকালে ঘুম থেকে উঠে চিনিযুক্ত পানীয় পান করতে বলা হয়েছিল।

★ দ্বিতীয় বার, অংশগ্রহণকারীদের ঘুমের ব্যাঘাত ঘটানো হয়েছিল (গবেষকরা প্রতি ঘন্টায় ৫ মিনিটের জন্য তাদের কে জাগিয়ে দিতেন) এবং পরবর্তীতে তারা যখন জেগে ওঠে তাদেরকে সেই একই চিনিযুক্ত পানীয় পান করতে দেওয়া হয়েছিল।

★ শেষবার, অংশগ্রহণকারীদের আবারও ঘুমের বিঘ্ন ঘটানো হয়েছিল। কিন্তু এবার প্রথমে চিনিযুক্ত পানীয় গ্রহণের পূর্বে তাদেরকে এক কাপ কড়া কফি দেয়া হয়েছিল।

প্রতিটি পর্যায়ে চিনিযুক্ত পানীয় পানের পর অংশগ্রহণকারীদের রক্তের নমুনা সংগ্রহ করে শক্তির মাত্রা (ক্যালোরি) সাধারণ প্রাতরাশে গৃহিত শক্তির সাথে মিলিয়ে দেখা হয়।

এর ফলে জানা যায়, এক রাতের বিঘ্নিত ঘুম সকালের প্রাতঃরাশে আমাদের রক্তের গ্লুকোজ কিংবা ইনসুলিন এর প্রতিক্রিয়াকে খুব একটা প্রভাবিত করে না। অতীতের গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এক বা একাধিক রাত ধরে অনেক ঘন্টা না ঘুমানোর নেতিবাচক বিপাকীয় প্রভাব ফেলতে পারে। তাই এ ব্যাপারে আশ্বস্ত হওয়া যায় যে, এক রাতের বিঘ্নিত (অনিদ্রা কিংবা আওয়াজের কারণে ভেঙে যাওয়া) ঘুমের প্রভাব একই রকম নয়।

গবেষণা থেকে আরও জানা যায়, প্রাতঃরাশের পূর্বে এক কাপ কড়া কফি পান করলে তা রক্তের গ্লুকোজের প্রতিক্রিয়াকে ৫০ শতাংশের কাছাকাছি বৃদ্ধি করে। যদিও প্রান্তিক পর্যায়ের জরিপ থেকে জানা যায় কফির সাথে সুস্বাস্থ্যের ভালো সম্পর্ক রয়েছে।

অতীতের বিভিন্ন গবেষণায় আগে প্রমাণিত হয়েছিল যে ক্যাফেইন ইনসুলিন প্রতিরোধের কারণ হওয়ার সম্ভাবনা রাখে। এই নতুন গবেষণার ফলে জানা যাচ্ছে, রাতের বিঘ্নিত ঘুমের পর কফি পান করলে ঘুম ঘুম ভাব কেটে গেলেও তা প্রাতঃরাশে শর্করার মাত্রাকে সহ্য করার শারীরিক ক্ষমতাকে সীমিত করে দেয়।

সেন্টার ফর নিউট্রেশন, এক্সারসাইজ এন্ড মেটাবোলিজমের প্রফেসর জেমস বেট এই পর্যবেক্ষণটি পরিচালনা করেছেন। তিনি বলেন, ‘আমরা জানি প্রায় অর্ধেকের মতো মানুষ ঘুম থেকে ওঠার পর কোনো কিছু করার পূর্বে কফি পান করেন এবং যত বেশি ক্লান্তি আমরা অনুভব করি, ততো শক্তিশালী কফি আমরা গ্রহণ করি। এই গবেষণাটি গুরুত্বপূর্ণ এবং এর সুদূরপ্রসারী স্বাস্থ্য প্রভাব রয়েছে। কারণ এখনো শারীরিক ক্রিয়াকলাপের ব্যাপারে আমাদের জ্ঞান সীমাবদ্ধ।’

তিনি বলেন, ‘সহজ করে বললে, এর ফলে আমাদের শর্করা নিয়ন্ত্রণ ব্যহত হয়। তাই কফি পানের প্রয়োজন হলে সেটি খাবর গ্রহণের পর পান করতে হবে।’

উল্লেখ্য, কফি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়। প্রতিদিন পৃথিবীতে প্রায় দুই বিলিয়ন কাপ কফি পান করা হয়।  তথ্যসূত্র -সাইন্স ডেইলি


টাইমস/নওশাদ/এনজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জন্ম থেকেই জামায়াতের ভূমিকা বিতর্কিত : হারুনুর রশিদ Sep 20, 2025
img
মেহেরপুর সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত Sep 20, 2025
img
আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে কুয়েত Sep 20, 2025
img
দেশের বাজারে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর Sep 20, 2025
img
ইরফান নিজেকে ‘মহান ভারতীয়’ প্রমাণ করার জন্য মিথ্যা বলেছেন : আফ্রিদি Sep 20, 2025
img
আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির কোনো স্টেকহোল্ডার না : সারোয়ার তুষার Sep 20, 2025
img
বরের সঙ্গে ছবি প্রকাশ করলেন ফারিয়া! Sep 20, 2025
img
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের Sep 20, 2025
img
অন্তর্বর্তী সরকারের ইতিবাচক পদক্ষেপেও সুফল মিলছে না : তাসকীন আহমেদ Sep 20, 2025
img
আফগান-শ্রীলঙ্কা ম্যাচে দুশ্চিন্তায় ছিলেন বাংলাদেশ কোচ Sep 20, 2025
img
ফ্রান্স ছেড়ে আলজেরিয়ার জার্সিতে খেলবেন জিনেদিন জিদানের ছেলে Sep 20, 2025
img
অবশেষে প্রেমিকের সঙ্গে পরিচয় করালেন শ্রদ্ধা কাপুর Sep 20, 2025
img
মৃত্যুর আগে শেষ বার্তায় উৎসবে আমন্ত্রণ জানিয়েছিলেন কণ্ঠশিল্পী জুবিন! Sep 20, 2025
img
অস্কারের লড়াইয়ে ২৪টি সিনেমাকে হারিয়ে শীর্ষে ‘হোমবাউন্ড’ Sep 20, 2025
img
নির্বাচন বানচাল নয়, জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের আন্দোলন : হামিদুর রহমান Sep 20, 2025
img
রদ্রির ইনজুরিতে দুশ্চিন্তায় ম্যানচেস্টার সিটি Sep 20, 2025
img
নির্মাণ ব্যয় বাড়ায় নতুন ২ মেট্রোরেলে জাপানের বিকল্প ভাবছে সরকার Sep 20, 2025
img
শুরু থেকে নাও খেলতে পারে এমবাপ্পে! Sep 20, 2025
img
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ Sep 20, 2025
img
ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টায় ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার Sep 20, 2025