রোকেয়া পদক পাচ্ছেন চবি উপাচার্য শিরীণ আখতার

বেগম রোকেয়া পদকে ভূষিত হতে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

রোববার(১৫ নভেম্বর) মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার সাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

আগামী ৯ ডিসেম্বর রোকেয়া দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক গ্রহণ করবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। নারী শিক্ষায় অবদান রাখায় তাঁকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড.এস এম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, অধ্যাপক ড. শিরীণ আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য। একাধারে সাহিত্যিক, কবি ও কলামিস্ট অধ্যাপক শিরীণ আখতার ১৯৫৬ সালে কক্সবাজারে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে চট্টগ্রামের এনায়েত বাজার মহিলা কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯৬ সালে  বাংলা বিভাগের প্রভাষক পদে যোগদানের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার কর্মজীবন শুরু হয়।

পদোন্নতির মাধ্যমে ২০০৬ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। এরপর ২০১৬ সালে উপ-উপাচার্য এবং ২০১৯ সালে উপাচার্য হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।

প্রসঙ্গত, বেগম রোকেয়া পদক বাংলাদেশ সরকারের একটি রাষ্ট্রীয় পদক। নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে অবদানের জন্য প্রতিবছর ৯ ডিসেম্বর রোকেয়া দিবসে সরকারীভাবে এই পদক প্রদান করা হয়।

 

টাইমস/নওশাদ/এনজে

Share this news on:

সর্বশেষ

img
সকালে এই ৫ পানীয় পান করলেই সুন্দর হবে চুল May 07, 2024
img
সোনার দাম ভরিতে বাড়ল সাড়ে ৪ হাজার টাকা May 07, 2024
img
৪ বছরের মধ্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা নিয়ে এলো ভিভো ভি৩০ লাইট May 07, 2024
img
রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের May 07, 2024
img
কুষ্টিয়ায় বেঙ্গল টোব্যাকো গোডাউনে অভিযান: রাজস্ব ফাঁকির অভিযোগ May 07, 2024
img
উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী May 07, 2024
img
বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফের এক সন্ত্রাসী নিহত, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার May 07, 2024
img
ব্র্যাক ড্রাইভিং স্কুল-এর প্রশিক্ষণ উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা May 07, 2024
img
ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীদের প্রতি সিইসির কঠোর হুঁশিয়ারি May 07, 2024
img
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোক স্টুডিও বাংলা, ফের সমালোচনা May 07, 2024