তালেবানের সঙ্গে বৈঠকে পম্পেও, আফগান ছাড়তে চায় যুক্তরাষ্ট্র

তালেবানের সঙ্গে আলোচনা করতে কাতার পৌছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তালেবান ও আফগান সরকারের আলোচকদের সঙ্গে শনিবার তিনি বৈঠক করবেন।

এএফপির খবরে বলা হয়েছে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য আলোচনা করতেই পম্পেও সফর শুরু করেছেন। এই আলোচনার মধ্যদিয়ে মূলত যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সম্মানের সঙ্গে প্রস্থানের পথ খুঁজছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, শুক্রবার মাইক পম্পেও কাতারের রাজধানী দোহায় আফগান ও তালেবান প্রতিনিধিদের সঙ্গে পৃথক ভাবে সাক্ষাত করেছেন। সেই সঙ্গে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল- থানি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাত করবেন পম্পেও।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, আফগানিস্তান থেকে দ্রুত দুই হাজার সেনা সরিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র।

এর আগেে গত ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করে যুক্তরাষ্ট্র। ওই চুক্তির শর্ত মতে, ২০২১ সালের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সৈন্য প্রত্যাহার করা হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ