আমাদের সামাজিক অনুষ্ঠানগুলির মধ্যে ‘বিয়ে’ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি। বিয়ে বাড়ি মানে আনন্দের ঘনঘটা, মজার মজার সব খাবারের ছড়াছড়ি। তবে এই মহামারির সময় বিয়ে বাড়ি থেকে দূরে থাকাই শ্রেয়।
দীর্ঘ সময় ধরে চলতে থাকা কোভিড-১৯ মহামারি আমাদের জীবনে নতুন স্বাভাবিকতা হিসেবে দেখা দিয়েছে। নতুন এই বাস্তবতায় থমকে নেই বিয়ের আয়োজনও। জীবনের প্রয়োজনে কিংবা একাকীত্ব ঘোচাতে মানুষ সামাজিক এই বন্ধনে আবদ্ধ হওয়ার ধারা বজায় রেখে।
আসুন জেনে নিই কেন এই মহামারির সময় বিয়ে বাড়ি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ-
কোভিড-১৯ রোগটি মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে, তাই সেটি রুখতে সামাজিক বিচ্ছিন্নতা বা দূরত্ব মেনে চলতে হয়। কিন্তু বিয়ে বাড়ি এর উল্টো, সেখানে সামাজিক যোগাযোগ বাড়ে। বিভিন্ন ধরণের মানুষ তাতে একত্রিত হন, তাই সেখান থেকে রোগটি ছড়িয়ে পড়ার ঝুঁকিও তুলনামূলক ভাবে বেশি।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডেব্রা গফ বলেন, `এ সময় আমাদেরকে পরস্পরের থেকে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে, কিন্তু এটি আমাদের স্বভাব বিরুদ্ধ ব্যবহার। বিয়ে অত্যন্ত আনন্দের অনুষ্ঠান, যখন নতুন বর-বউ আপনার সামনে আসবে আপনি হয়তো তাদের সাথে কোলাকুলি করতে চাইবেন। এছাড়াও বিয়ে বাড়িতে বিভিন্ন কারণে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না। তাই এটি সুপার স্প্রেডার ইভেন্ট হয়ে উঠতে পারে।'
তিনি আরও বলেন, `মানুষ যখন খেতে বসে তখন তারা তাদের মাস্ক খুলে রাখে। যদি একটি টেবিলে শুধুমাত্র একটি পরিবারের সদস্যরা বসে, তবুও একটি স্থানে মাস্ক ছাড়া এত লোকের জমায়েতের ফলে ভাইরাসটি ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়।'
গফের মতে, যদি বিয়ের অনুষ্ঠানে মাত্র একজন কোভিড-১৯ আক্রান্ত রোগীও হাজির হন তার থেকে রোগটি কয়েক ডজন লোকের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তারপর নতুন আক্রান্ত লোকেরা বাড়ি ফিরে পরিবারের সদস্যদের মাঝেও সেটি ছড়িয়ে দেবেন। এর মধ্যদিয়ে বিয়ে একটি সুপার স্প্রেডার ইভেন্টে পরিণত হতে পারে।
শীতকালে সার্স-কোভ-২ ভাইরাসটি আরও বেশি ছড়িয়ে পড়তে পারে বলে ইতিমধ্যে বিশেষজ্ঞগণ আশঙ্কা প্রকাশ করেছেন। তাই এ সময় বিয়ের অনুষ্ঠানের মতো বিষয়গুলি এড়িয়ে চলাই উত্তম হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে মানুষ হিসেবে আমরা চাইলেও অনেক কিছু এড়িয়ে যেতে পারি না।
এ বিষয়ে রুটগার নিউ জার্সি মেডিকেল স্কুলের সহযোগী অধ্যাপক শোভা স্বামীনাথান বলেন, `যদি আমার ভাইয়ের বিয়ে থাকে তাহলে আমি তাতে অংশ নিতে চাইব এটাই স্বাভাবিক। মানুষ হিসেবে আমরা এসব সামাজিক অনুষ্ঠানের অংশ হতে চাই। কিন্তু বদ্ধ পরিবেশে এই সময় এমন অনুষ্ঠান আয়োজনের প্রচণ্ড ঝুঁকি রয়েছে। তাই সচেতন নাগরিক হিসেবে এ সময় বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান আয়োজন ও তাতে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে।'
তথ্যসূত্র: হেলথলাইন
টাইমস/এনজে/এসএন