রাতেই প্রকাশ হবে ৪২ ও ৪৩ বিসিএসের বিজ্ঞপ্তি

আজ রাতেই প্রকাশ হতে যাচ্ছে ৪২ ও ৪৩ তম বিসিএসের বিজ্ঞপ্তি। প্রথমে ৪২তম বিসিএসের কার্যক্রম শুরু হবে। ৪২তম বিসিএসের আবেদন শেষে ৪৩তম বিসিএসের কার্যকম শুরু হবে।

সোমবার (৩০ নভেম্বর) রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র জানিয়েছে, আগামী ৭ ডিসেম্বর থেকে ৪২তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হতে পারে। আবেদন চলবে ২৫ দিন পর্যন্ত।

সূত্রটি জানিয়েছে, ৪২তম বিসিএসের কার্যক্রম শেষে ৪৩তম বিসিএসের আবেদন ও সংশ্লিষ্ট কাজ শুরু হবে। ডিসেম্বরের ২৩ ও ২৪ তারিখ থেকে ৪৩তম বিসিএসের অনলাইন আবেদন কার্যক্রম শুরু হতে পারে।

প্রসঙ্গত, ৪২তম বিসিএসটি বিশেষ (স্বাস্থ্য)। এর মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। অন্যদিকে ৪৩তম বিসিএস হবে সাধারণ। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে।

 

টাইমস/এসএন

Share this news on: