অদূরদর্শি সরকারের কারণেই ভ্যাকসিন নিয়ে অনিশ্চিয়তা : বিএনপি

সরকারের অদূরদর্শিতার কারণেই ভ্যাকসিন নিয়ে অনিশ্চিয়তা সৃষ্টি হয়েছে। তাই অতিদ্রুত বিকল্প উৎস খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (৬ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের অদূরদর্শিতা ও লুটপাটনীতির কারণেই ভ্যাকসিন সংগ্রহ, মূল্য, সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। তড়িঘড়ি করে করোনাভাইরাস টিকা কেনার জন্য প্রায় ৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। কারণ এখানে বিশাল দুর্নীতি করা হয়েছে।

সরকারের প্রস্তাবিত জেলা ও উপজেলা কমিটির মাধ্যমে টিকা সরবরাহ করা হলে সর্বস্তরের সাধারণ মানুষের কাছে এই ভ্যাকসিন যথাযথভাবে পৌঁছবে না বলেও সন্দেহ প্রকাশ করেন এই সাবেক স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ভ্যাকসিন বিনামূল্যে পাওয়া জনগণের অধিকার। এই অধিকার থেকে জনগণ যাতে বঞ্চিত না হয়; সে জন্য বিএনপি প্রথম থেকে এই ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহের দাবি জানিয়ে আসছে। জনগণ যাতে এই ভ্যাকসিন সঠিকভাবে পায় সরকারকে তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: