ভারত: হাসপাতালে আগুন, ১০ নবজাতকের প্রাণহানি

ভারতের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নবজাতকের প্রাণহানি ঘটেছে। শনিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ভান্দারার জেলা সদর হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে।

ওই সময় নবজাতকদের স্পেশ্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিল ১৭ জন। তাদের মধ্যে সাতজনকে কোনো রকমে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ১০ শিশুকে নিরাপদ স্থানে বের করা সম্ভব হয়নি। ধোঁয়ার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই ১০ শিশুর। তাদের বয়স এক থেকে তিন মাসের মধ্যে।

রাত দেড়টার দিকে একজন নার্স সর্বপ্রথম সেই বিভাগ থেকে ধোঁয়া বের হতে দেখেন। তিনি দ্রুত হাসপাতালের কর্মী ও চিকিৎসকদের খবর দেন। প্রাথমিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন হাসপাতালের কর্মীরা। এরপর দ্রুত খবর পাঠানো হয় ফায়ার সার্ভিসে। শুরু হয় উদ্ধারকাজ। সাত শিশুকে উদ্ধার করা হয়েছে।

তবে কিভাবে সেখানে ভয়াবহ আগুন লেগেছে, এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানতে পারেনি। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ