চাঁদাবাজির প্রতিবাদে দেশব্যাপী নৌ ধর্মঘটের হুশিয়ারি

নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে দেশব্যাপী নৌ ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে কার্গো জাহাজ মালিক সমিতি। রোববার (১০ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেয় সংগঠনটি।

কার্গো জাহাজ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দীন (বীরবিক্রম) সংবাদ সম্মেলনে বলেন, নৌপুলিশ, কোষ্ট গার্ড, বিআইডব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা প্রতিনিয়ত নৌপথে কার্গো জাহাজ থেকে বিশাল অংকের চাঁদা আদায় করছে। এভাবে চলতে পারে না।

নৌ পথে বেপরোয়া চাঁদাবাজি বন্ধ না হলে সারাদেশে একযোগে নৌ ধর্মঘট ডাকা হবে বলে সংবাদ সম্মেলনে হুশিয়ারি দেয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে চাঁদাবাজি বন্ধের দাবি জানান নেতৃবৃন্দরা।

 

টাইমস/এসএন

Share this news on: