ফেব্রুয়ারিতে হচ্ছে না একুশে গ্রন্থমেলা

ফেব্রুয়ারিতে হচ্ছে না একুশে গ্রন্থমেলা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে যেকোনো সময় গ্রন্থমেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।

রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

হাবিবুল্লাহ সিরাজী বলেন, ১ ফেব্রুয়ারি ফিজিক্যালি গ্রন্থমেলা শুরু করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বা পরিবর্তন সাপেক্ষে আমরা পরবর্তী তারিখ ঘোষণা করবো।

তিনি বলেন, এর আগে করোনা পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়ালি গ্রন্থমেলা আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু তখন লেখক প্রকাশকরা বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেন। কাজেই ফিজিক্যালি গ্রন্থমেলা করতে হলে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী প্রতিবছর ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়। লেখক, প্রকাশক ও পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। কিন্তু করোনার কারণে এবার আর তা হচ্ছে না।

 

টাইমস/এসএন

Share this news on: