প্রধানমন্ত্রীকে প্রথমে ভ্যাকসিন নেয়ার অনুরোধ জানালেন জাফরুল্লাহ

ভীতি ও সংশয় দুর করতে সবার আগে প্রধানমন্ত্রীকে করোনার ভ্যাকসিন নেয়ার অনুরোধ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে দিয়ে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে জনগণ এ ব্যাপারে আগ্রহী হবে।

শুক্রবার (২২ জানুয়ারি) করোনা ভ্যাকসিনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ বলেন, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই টেন্ডারের মাধ্যমে করোনার ভ্যাকসিন আমদানির সুযোগ দিয়ে একটি বেসরকারী কোম্পানিকে অর্থনৈতিক সুবিধা দিচ্ছে সরকার। ওই কোম্পানিকে সুবিধা দিতেই দুই ডলারের ভ্যাকসিন জনগনের কাছে পাঁচ ডলারে বিক্রি করা হবে।

তিনি আরও বলেন, যতদিন সরকারীভাবে ভ্যাকসিন দেয়া শেষ না হবে, ততোদিন বেসরকারিভাবে ভ্যাকসিন আমদানির সুযোগ দেয়া যাবে না। এতে ভ্যাকসিনের দাম আরও বেড়ে যেতে পারে। নকল ও ভেজাল ভ্যাকসিন বাজারে চলে আসতে পারে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ