সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

আগামী সোমবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি জীবনের তৃতীয় বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক কারাবন্দি করে রাখা হয়েছে। আজ তিনটি বছর তিনি কারান্তরীণ। দেশনেত্রীকে কারাবন্দি রাখার প্রতিবাদে ৮ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।

বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির সমাবেশ শক্ত হাতে দমনের হুমকি দিয়েছেন। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া আওয়ামী লীগ নেতা ঘরে বসে হুংকার দিচ্ছেন। এই হুংকার দিয়ে লাভ নেই। কারণ ক্ষমতাসীনদের সব ‘অপকর্ম ও জারিজুরি’ ফাঁস হতে শুরু করেছে। আর কয়টা দিন অপেক্ষা করুন, আওয়ামীল লীগ পালানোর পথ পাবে না।

 

টাইমস/এসএন

Share this news on: