জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্রলীগকর্মী বহিষ্কার

প্রেমঘটিত কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুগ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় চার ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রাথমিক তদন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মো. শাহরিয়ার রহমান শান্ত (আইডি নং: বি-১৭০৩০২০৪৬), গণিত বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের তৌহিদুল ইসলাম তুহিন (আইডি নং : বি-১৭০৩০২০৬৯), অর্থনীতি বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের মেহেদী হাসান (আইডি নং: বি-১৬০৪০১০৫৮) এবং সিএসই বিভাগের আব্দুল্লাহ আল রিফাত।

সাময়িক বহিষ্কৃত থাকা অবস্থায় শিক্ষার্থীরা কোনো ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে তাদের সত্যতা পাওয়া গেছে।

প্রসঙ্গত, প্রেমঘটিত কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের কর্মী তুহিনকে মারধর করে সভাপতি পক্ষের কর্মীরা।

পরে সম্পাদকের কর্মীরা একত্রিত হয়ে সভাপতি পক্ষের কর্মী মনোবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের নয়ন ও রিফাতকে মারধর করেন।

এর জের ধরে রোববার সকাল ১১টা থেকে ক্যাম্পাসে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, সাধারণ শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছেন।

 

টাইমস/এক্স

Share this news on: