সেনবাগে নকল ওষুধ তৈরির দায়ে একজনের কারাদণ্ড

নোয়াখালীর সেনবাগে নকল ওষুধ তৈরির অপরাধে নুরনবী নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নকল ওষুধ বিক্রি ও মজুদের অপরাধে মোশারফ হোসেন নামের এক পল্লী চিকিৎসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে সেনবাগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা। এ সময় উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেটের মেসার্স আজাদ মেডিকেল হল নামের একটি ফামের্সীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ওষুধ জব্দ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সেনবাগসহ জেলার বিভিন্ন স্থানে রয়েল ল্যাবরেটোরিজ নামের একটি প্রতিষ্ঠানের রয়েল গোল্ডসহ কয়েকটি ওষুধের মোড়ক লাগিয়ে নকল ওষুধ বিক্রি করে আসছিল নুরনবী। এমন অভিযোগের ভিত্তিতে জেলা ড্রাগ অফিস মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ৭৫ কৌটা নকল ওষুধ জব্দ করা হয়।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ