ঢাবিতে ভর্তির আবেদন শুরু ৮ মার্চ : বিভাগীয় শহরে পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন ৮ মার্চ থেকে শুরু হবে। ওই দিন বিকেল ৪ টা থেকে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এছাড়া আবেদন ফি জমা দেয়া যাবে ১ এপ্রিল পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিবিষয়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার একটি সূত্র নিশ্চিত করেছে, করোনা পরিস্থিতির কারণে এবছর শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে সারাদেশে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের আটটি বিভাগীয় শহরে হবে এই পরীক্ষা।

আরও পড়ুন- সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় প্রকাশ

জানা গেছে, আগামী ২১ মে শুক্রবার ক-ইউনিট, ২২ মে শনিবার খ-ইউনিট, ২৭ মে বৃহস্পতিবার গ-ইউনিট, ২৮ মে শুক্রবার ঘ-ইউনিট ও ৫ জুন শনিবার চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের ঘন্টাব্যাপী পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হবে।

সভা সূত্রে জানা গেছে, ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধুমাত্র ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করেছে ঢাবি কর্তৃপক্ষ।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ