শরীয়তপুর: জমি লিখে না দেয়ায় মাকে কুপিয়ে হত্যা

জমি লিখে না দেয়ায় মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলেকে আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ।

নিহত মায়ের নাম আনোয়ারা বেগম (৬০)। তিনি লক্ষ্মীপুর গ্রামের ঢালীরহাট এলাকার আব্দুল মতিন খাঁর স্ত্রী।

নিহতের স্বজন জানায়, জায়গা-জমি বিষয় নিয়ে মাঝে-মধ্যে মা ছেলের মধ্যে ঝগড়া হতো। মাগরিবের নামাজ শেষে চা তৈরি করার জন্য রান্নাঘরে যাচ্ছিলেন আনোয়ারা বেগম। এ সময় তার মেজো ছেলে আবদুল মালেক (৪০) মায়ের মাথায় কুড়াল দিয়ে কোপ দেয়। এসময় বৃদ্ধার চিৎকার শুনে স্বজনরা এসে দেখতে পান, মালেক খান রক্তাক্ত কুড়াল হাতে দাঁড়িয়ে আছে এবং মা আনোয়ারা বেগম গুরুতর অবস্থায় মাটিতে পড়ে আছেন।

জখম আনোয়ারা বেগমকে স্বজনরা উদ্ধার করে গোসাইরহাট হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

গোসাইরহাট থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, জমি লিখে না দেয়ায় কুড়াল দিয়ে মাকে হত্যা করেছে মালেক। এ ঘটনায় নিহতের অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: