রাজধানীতে ছাত্রদলের সমাবেশে পুলিশের টিয়ারশেল-গুলি: আহত ৩০

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ছাত্রদলের সমাবেশে লাঠিপেটা করেছে পুলিশ। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে পুলিশ টিয়ারশেল ও গুলি ছুড়েছে। এতে অন্তত ৩০ ছাত্রদল ও বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাব সামনে জড়ো হতে থাকে। পরে বেলা ১১টার দিকে বিক্ষোভ শুরু করে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।

এ সময় পুলিশ সমাবেশে লাঠিপেটা শুরু করে। বেপরোয়া লাঠিপেটায় বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলিবর্ষণ শুরু করে। এক পর্যায়ে সমাবেশ পন্ড হয়ে যায়।

শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলা করেছে। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

ডিএমপির রমনা থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিএনপি নেতাকর্মীরা সমাবেশ থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। জননিরাপত্তা ও শান্তি বজায় রাখতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: