বিনামূল্যে দেয়া হবে ভ্যাকসিন, পাবে শিক্ষার্থীরাও : স্বাস্থ্যমন্ত্রী

স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া আগামীতে অন্যান্য সকলকে বিনামূল্যে এই ভ্যাকসিন দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামীতে ভ্যাকসিন দেওয়ার বয়সসীমা কমানো হবে। সকলকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার চিন্তা ভাবনা করছে সরকার। আমাদের পরবর্তি পরিকল্পনায় শিক্ষার্থীরা রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এছাড়া বিদেশি নাগরিক, সরকারি কর্মচারী, বিভিন্ন বন্দরে কর্মরত শ্রমিক ও পেশাজীবীদের ভ্যাকসিনের আওতায় আনা হবে। এক্ষেত্রে অক্সফোর্ডের ভ্যাকসিনের পাশাপাশি অন্যান্য দেশের ভ্যাকসিনও আনার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত দেশে মোট ৩৩ লাখ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। এছাড়া ভ্যাকসিন নেয়ার জন্য অনলাইনে নিবন্ধন করেছেন অন্তত ৪৫ লাখ মানুষ। আগামী জুলাইয়ের মধ্যে মোট চার কোটি ডোজ ভ্যাকসিন হাতে পাবে বাংলাদেশ।

 

টাইমস/এসএন

Share this news on: