স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আমির হামজা

জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মুফতি আমির হামজা বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক।

সোমবার (৩১ মে) পাঁচ দিনের রিমান্ড শেষে আমির হামজাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

এসময় তিনি সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনার অভিযোগ স্বীকার করে নিয়ে জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত। পরে মুফতি আমির হামজাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে ২৪ মে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের নিজ বাড়ি থেকে মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে গত ২৫ মে আমির হামজাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর সংসদ ভবনে হামলার পরিকল্পনার অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় মামলায় আমির হামজাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

 

টাইমস/এসএন

Share this news on: