চীনের সঙ্গে চুক্তি হয়েছে, টিকা আসবে : স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাসের টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমরাও টিকা উৎপাদনের চেষ্টা করছি। সেজন্য কয়েকটা মিটিংও হয়েছে।

শনিবার (১২ জুন) দুপুরে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে এক ভার্চুয়াল সভায় এসব কথা জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা টিকা উৎপাদনের পরিকল্পনা করছি, সেজন্য আমরা কয়েকটা মিটিংও করেছি। চীনের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। চুক্তির শর্ত মেনে আমাদের চলতে হবে। না হলে মাশুল দিতে হবে।

জাহিদ মালেক বলেন, করোনা মোকাবেলায় অনেক কিছু করার পরও আমাদের ক্রিটিসিজমের অভাব নেই। টিআইবি ভুল ও মিথ্যা তথ্য দিয়ে বারবার আমাদের বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। টিআইবির সমালোচনা মেনে নেয়ার মতো নয়।

 

টাইমস/এসএন

Share this news on: