চার ম্যাচ নিষিদ্ধ সাকিব আল হাসান

আবাহনী-মোহামেডান ম্যাচের মাঝখানে অশোভন আচরণ করায় সাকিব আল হাসানকে ৪ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (১১ জুন) আবাহনী-মোহামেডান ম্যাচ চলাকালে আচরণবিধি লঙ্ঘন করায় সাকিবকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লিগ কর্তৃপক্ষ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে এলবিডব্লিউ আউটের আবেদন করেন সাকিব। কিন্তু আম্পায়ার তাতে সাড়া না দেয়ায় তিনি মেজাজ হারিয়ে উইকেটে লাথি মারেন।

পরে ৫.৫তম ওভারের সময় তুমুল বৃষ্টি নামলে আম্পায়ার মাহফুজুর রহমান খেলা বন্ধ রাখার ঘোষণা দেন। এসময় আবারও আম্পায়ারের দিকে তেড়ে গিয়ে তিনটি স্টাম্প তুলে ছুঁড়ে ফেলে দেন সাকিব।

এসব ঘটনায় পরে সাকিব আল হাসান দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

 

টাইমস/এসএন

Share this news on: