ইউরো কাপের নকআউট পর্বের সূচি

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২০ প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। এবার টুর্নামেন্টে ছয়টি গ্রুপে ২৪টি দেশ অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। ছয়টি গ্রুপ থেকে দুটি করে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সঙ্গে তৃতীয় হয়ে চারটি দল নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

বাংলাদেশ সময় শুক্রবার রাত থেকে শুরু হবে নকআউটপর্ব। নকআউটপর্বে জায়গা পেয়েছে ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ইউক্রেন, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, সুইডেন, স্পেন, ফ্রান্স, জার্মানি ও পর্তুগাল।

জেনে নিন শেষ খেলার সময়সূচি:

শনিবার (জুন ২৬)
ম্যাচ-১: ওয়েলস বনাম ডেনমার্ক;

রোববার (২৭ জুন)
ম্যাচ-২: ইতালি বনাম অষ্ট্রিয়া, (বাংলাদেশ সময় রাত ১টা), ম্যাচ-৩: নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র, (বাংলাদেশ সময় রাত ১০টা)।

সোমবার (২৮ জুন)
ম্যাচ-৪: বেলজিয়াম বনাম পর্তুগাল, (বাংলাদেশ সময় রাত ১টা, ম্যাচ-৫: ক্রোয়েশিয়া বনাম স্পেন, বাংলাদেশ সময় রাত ১০টা।

মঙ্গলবার (২৯ জুন)
ম্যাচ-৬: ফ্রান্স বনাম সুইজারলান্ড, (বাংলাদেশ সময় রাত ১টা), ম্যাচ-৭: ইংল্যান্ড বনাম জার্মানি (বাংলাদেশ সময় রাত ১০টা)।

বুধবার (৩০ জুন)
ম্যাচ-৮: সুইডেন বনাম ইউক্রেন, (বাংলাদেশ সময় রাত ১টা)।

 

টাইমস/এসএন

Share this news on: