ক্ষুধা আর লকডাউন এক সঙ্গে চলতে পারে না : জিএম কাদের

হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে কখনোই লকডাউন সফল হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

তিনি বলেন, ক্ষুধার্ত মানুষকে কখনোই ঘরে আটকে রাখা যায় না। ক্ষুধা আর লকডাউন এক সঙ্গে চলতে পারে না।

শনিবার (২৬ জুন) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, এটা মানতেই হবে, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউনের বিকল্প নেই। কিন্তু দেশে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ, যাদের ঘরে খাবার মজুদ থাকে না। প্রতিদিন আয় করে তারা প্রতিদিনের খাবার জোগাড় করে।

তিনি বলেন, লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে পারবে না। এতে পরিবারগুলোতে হাহাকার শুরু হবে। মানবিক বিপর্যয় সৃষ্টি হবে দেশজুড়ে।

 

টাইমস/এসএন

Share this news on: