পদ্মাসেতুর খুঁটিতে ধাক্কা খাচ্ছে একের পর এক ফেরি


পদ্মাসেতুর একের পর এক ফেরির ধাক্কা লাগছে। এ নিয়ে তিনবার ফেরি ধাক্কা খেয়েছে পদ্মাসেতুর খুঁটিতে। তবে এসব ধাক্কায় সেতুর কোন ক্ষতি হয়নি। ফেরির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

শুক্রবার ১৭ নম্বর খুঁটির সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি। এতে ২০ জন ফেরি যাত্রী আহন হয়েছেন।

এর দুই সপ্তাহ আগে ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহ মখদুমের তলা ফুটো হয়ে যায়।
পদ্মাসেতু প্রকল্পের একজন কর্মকর্াতা জানান, এরকম ফেরির ধাক্কা লাগলে সেতুর খুঁটির কোনই ক্ষতি হবে না। তবে ফেরি ক্ষতিগ্রস্থ হতে পারে।

জানা গেছে, তীব্র স্রোতের কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে ফেরিগুলো।

সরেজমিনে পদ্মাসেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ফেরির ধাক্কা লাগার পর পিলারের গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে।
পদ্মাসেতুর ৯৪ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন সেতুর উপর পিচঢালাইয়ের কাজ শুরু হয়েছে। আগামী বছরের মার্চে সেতুর কাজ শেষ হওয়ার কথা। এরপর জুনে সেতু চালু করার লক্ষ্য সরকারের।

Share this news on: