জাতীয় সংসদ ভবনের সামনের গ্রিল ধরে দাঁড়িয়ে ছবি তুলছেন একজন। আপাত বর্ণনায় খুব সাধারণ দৃশ্য হলেও তাতে কিছুটা বিশেষত্ব ছিল। কারণ হাতের ছবি তোলার যন্ত্রটি ছিল একটি ফিচার ফোন। আর লুঙ্গি পরিহিত ‘শখের ওই ফটোগ্রাফার’ ছিলেন মোহাম্মদ সুরুজ ওরফে সোহেল, পেশায় রিকশাচালক। তার ছবি তোলার ওই দৃশ্য একজন ভিডিও করে আপলোড করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মাত্র দুই মিনিট সাত সেকেন্ডের ভিডিওটি মন ছুঁয়ে যায় নেটিজেনদের, নজর এড়ায়নি ওয়ালটনেরও। নিজেদের প্রতিষ্ঠানের ওই ফিচার ফোনটির গ্রাহক সুরুজকে পুরস্কৃত করেছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম মুর্শেদ। তাকে দেওয়া হয়েছে নগদ অর্থসহ সম্প্রতি বাজারে আসা ওয়ালটনের ফ্ল্যাগশিপ ফোন ‘প্রিমো জেডএক্সফোর’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, মোহাম্মদ সুরুজ পরিবার নিয়ে থাকেন ঢাকার কামরাঙ্গীরচরে। রিকশা চালিয়ে করা আয়েই চলে তার ৮ সদস্যের সংসার। ঘরে বৃদ্ধা মা, স্ত্রী এবং ২ ছেলে ও ৩ মেয়ে। বর্ণিল এ শহরের বিভিন্ন দৃশ্যের ছবি তুলতে ভালোবাসেন তিনি। সেসব ছবি সন্তানদের দেখান। সন্তানদের মুগ্ধতা ছুঁয়ে যায় তাকেও। শত অভাবের মাঝেও তার মুখের হাসি ফুরায় না। সংসদ ভবনের ছবি তোলার সময় সুরুজের ভিডিওটি ধারণ করে ফেসবুকে আপলোড করেন মাজহারুল হক মুহাজির নামে গণযোগাযোগ ও সাংবাদিকতার এক শিক্ষার্থী। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৩য় বর্ষে পড়ছেন। ভিডিওটি ফেসবুকে আপলোড হতেই তা ছড়িয়ে পড়ে অসংখ্য প্রোফাইলে।
ওয়ালটন ফিচার ফোনের ডিজিটাল ক্যামেরায় তোলা ছবিগুলোর ফ্রেমিংয়ের মুগ্ধ নেটিজেনরা। অনেকেই সুরুজের কম্পোজিশনের প্রশংসা করছেন। অনেকেই তাকে আখ্যায়িত করেছেন ‘একজন সুখী ফটোগ্রাফার’ হিসেবে। একটি স্মার্টফোন পেলে তার ফটোগ্রাফির শখ যে আরও পূর্ণতা পাবে, সেটাও উল্লেখ করেন অনেকেই।