তালেবানের সঙ্গে যুক্তরাজ্যের বিশেষ দূতের বৈঠক

কাবুলে এসে তালেবান সরকারের সঙ্গে বৈঠক করে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিশেষ এক দূত। তাতে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে লন্ডন সম্পর্ক গড়তে পারে বলে ইঙ্গিতও মিলেছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ সংবাদ দিয়েছে আল-জাজিরা। তাদের প্রতিবেদনে বলা হয়, কাবুলে মঙ্গলবার তালেবান সরকারের ডেপুটি প্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার ও আব্দুল সালাম হানাফির সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা সিমন গ্যাস।


বৈঠকে চলমান পরিস্থিতিতে আফগানিস্তানের মানবিকসংকট, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং যারা দেশ ছাড়তে চান তাদের সহযোগিতা করা বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বলে যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে।

Share this news on: