সাফে মালদ্বীপের কাছে ২-০ গোলে হার বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। এর ফলে দ্বীপ রাষ্ট্রটিকে হারানোর ১৮ বছরের অপেক্ষা আরো দীর্ঘায়িত হলো লাল-সবুজদের জন্য।


বৃহস্পতিবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টায় মালে জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় জামাল ভূঁইয়ারা।

বাংলাদেশকে ০-২ গোলে হারিয়ে মুক্তি মিলল আশফাক-আকরামদের। 


প্রথমার্ধ দুর্দান্তভাবে রক্ষণ সামলে গোলশূন্য রাখেন জামালরা। দ্বিতীয়ার্ধে আর ক্লিনশিট রাখতে পারেননি তারা। ৫৪ ও ৭৫ মিনিটে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ০-২ গোলের হার নিয়ে মালে স্টেডিয়াম ছাড়তে হয়। 


এই হারে তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট চার। গাণিতিকভাবে এখনো আছে ফাইনালে যাওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে ১৩ অক্টোবর নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারাতে হবে পাশাপাশি নির্ভর করতে হবে অন্য ম্যাচের দিকেও। আজ মালদ্বীপের বিপক্ষে ন্যূনতম এক পয়েন্ট পেলেও জামালরা ফাইনালের পথে এক পা দিয়ে রাখতে পারতেন। 


হারলেই বাজবে বিদায়ের ঘণ্টা এমন সমীকরণ নিয়ে খেলতে নেমেছিল স্বাগতিক মালদ্বীপ। হাজার আটেক সমর্থকদের ক্রমাগত চাপ সামলে ৪৫ মিনিট গোলশূন্য রেখেছিল অস্কারের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে দুই ডেডবলে দুই গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

Share this news on: