নারীদের ডিজিটাল নিরাপত্তা আলোচনা নিয়ে অনুষ্ঠিত হলো শ্রেয়া ‘আনবাউন্ড ২০২১’ । লিঙ্গ সমতা ও ডিজিটাল নিরাপত্তার বিষয়ে নারীদের মতামত ও চিন্তা তুলে ধরার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করার বিষয়ে আনুষ্ঠানিক গুরুত্ব পায়।
৮ অক্টোবর ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এ আয়োজন করে নারীদের জন্য নিবেদিত ডিজিটাল প্ল্যাটফর্ম শ্রেয়া। শ্রেয়া প্রায় ৪৫ হাজার সক্রিয় সদস্যদের নিয়ে একটি নারী উন্নয়ন প্ল্যাটফর্ম। বৈষম্য দূর করে ও নারী উদ্যোক্তাদের জন্য একটি নিরাপদ স্থান তৈরিতে কাজ করছে শ্রেয়া।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল হক নারীর ডিজিটাল নিরাপত্তা ও উন্নয়নের এই উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠনে আরো বক্তব্য রাখেন ইউএনএফপি’র রেসিডেন্ট কো-অর্ডিনেটর অসা টর্কেলসন, সংসদ সদস্য আরমা দত্ত, প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড সেগমেন্টস শায়লা আবেদিন, শ্রেয়ার প্রতিষ্ঠাতা সানজিদা চৌধুরী স্বর্ণা।
বক্তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৫ (লৈঙ্গিক সমতা) অর্জনে, সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
অনুষ্ঠানে এসডিজি ৫ -এর ওপর গুরুত্ব দিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে বিশেষজ্ঞরা লৈঙ্গিক সমতা, ডিজিটাল নিরাপত্তা এবং সামাজিক মিডিয়াতে কী ধরণের আচরণ করা উচিৎ ও কী ধরণের আচরণ করা উচিৎ না, সে সম্পর্কিত বিভিন্ন দিকের ওপর আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিস’র সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ সাইবার স্পেসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরণের পদক্ষেপ নেওয়া উচিৎ সে বিষয়ে আলোচনা করেন। এছাড়াও অনুষ্ঠানে, নগদ-এর চিফ পাবলিক এফেয়ার্স অফিসার সোলায়মান সুখন, মিস বাংলাদেশ ২০০৭ ও আইনজীবি পিয়া জান্নাতুল ও গায়িকা পুতুল সাজিয়া সুলতানা সোশ্যাল মিডিয়া ব্যবহারের শিষ্টাচার সম্পর্কে আলোকপাত করেছেন।
অনুষ্ঠানটি শ্রেয়ার ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়েছে।জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান ও তার ব্যান্ডের একটি মনোমুগ্ধকর সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। এ আয়োজনের স্পন্সর ছিলো এসিআই ফ্রিডম, আদি মোহিনী মহন কাঞ্জিলাল, আমোর দা বিউটি হাউজ, নিউজিল্যান্ড ডেইরি, আর্টিসান, লাক্স ও নেসলে।