ঢাবি 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ৷ সকাল ১১টা থেকে ১২ঃ৩০টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গ ইউনিটে এবার ১ হাজার ২৫০টি আসনে পড়ার সুযোগ পেতে লড়ছেন ২৭ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী৷ সে হিসেবে প্রতি আসনের বিপরীতে রয়েছেন ২২ জন।

ইউনিটটিতে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হয়। মূল পরীক্ষায় ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ রয়েছে। উভয় অংশের জন্য ৪৫ মিনিট করে সময় পান শিক্ষার্থীরা। পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকছে৷

উল্লেখ্য, এর আগে গত ১, ২ ও ৯ অক্টোবর আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে ঢাবির বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিট, কলা অনুষদভুক্ত খ ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা হয় অনুষ্ঠিত হয়েছে৷ আগামীকাল শনিবার দেশের আটটি বিভাগীয় শহরে ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Share this news on: