আগামীকাল থেকে বাংলাদেশের বাজারে আসছে আইফোন ১৩। বাংলাদেশে অ্যাপলের একমাত্র অনুমোদিত ডিলার কম্পিউস্টার প্রাইভেট লিমিটেডের (সিপিএল) সারা দেশে আইফোন ১৩ সিরিজ সরবরাহ করবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর থেকে আইফোন ১৩ দেশে আনার সুখবর দিয়ে সিপিএলের চেয়ারম্যান রাকিবুল কবির জানান, ওয়েবসাইটে আইফোন ১৩ সিরিজের চারটি মডেলই প্রি-অর্ডার করা যাবে। আইএমইআই নাম্বার চেক করার মাধ্যমে ফোনটি আসল না নকল তা বের করা যাবে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, প্রতিটি মডেলই ১২৮ ও ২৫৬ গিগাবাইট মেমোরিসহ পাওয়া যাবে আইফোন ১৩। এছাড়া প্রথমবারের মতো ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা রাখছে আইফোন।