রাশিয়ার সাইবেরিয়ায় একটি কয়লাখনিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা ৫২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ছয়জন উদ্ধারকারীও রয়েছেন। রুশ সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সাইবেরিয়ার কেমেরোভো এলাকায় অবস্থিত এই কয়লাখনিতে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনাঘটে। এতে লিস্টভিয়াঝনিয়া খনির বায়ু চলাচলকারী একটি পথে কয়লার গুঁড়ায় আগুন ধরে যায়। খনির ভেতরে এর ধোঁয়া ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ১১ জনের মারা যায়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, খনিতে আটকে থাকা ব্যক্তিদের কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে।