জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিনে আলোচনা সভা ও সমাবেশ হয়েছে রাশিয়ায়।
১১ ডিসেম্বর রাশিয়ার বাংলাদেশ দূতাবাসে এ সভা ও সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত কামরুল আহসান।
ছাত্র ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মেফি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র যথাক্রমে এমডি হাসিবুল হাসান ও ফাতেহ মাহমুদ,গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিয়াউদ্দিন, সেচেনভ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহমদ মোহাম্মদ আলী ও ভোরোনেজ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাজেদুর রহমান সরকার।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নিউক্লিয়ায় উইং এর কাউন্সেলর শুভাশিষ সর্দার এবং রাশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী বৃন্দ।
সভাশেষে বাংলাদেশী ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, কারও মাধ্যম হয়ে নয় সরাসরি ছাত্রছাত্রীরা আমার সাথে যোগাযোগ করলে আমি অত্যন্ত খুশি হই এবং যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে সমস্যার সমাধানের চেষ্টা করি।।
তিনি আরো বলেন এই ধরনের সরাসরি ছাত্র-ছাত্রীদের সাথে অনুষ্ঠানের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।।